খবরবাড়ি ডেস্কঃ ‘মানসম্মত-শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, সহকারি শিক্ষা অফিসার মাহামুদুল হাছান, আব্দুল হাই মন্ডল, সহকারি শিা অফিসার মোছা. ফেরদৌসী বেগম, আব্দুল হান্নান মন্ডল, প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার, মোছা. সালমা আকতার, গোলাম রব্বানী সেলিম, বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলন জেলা নেতা শেখ মোহাম্মদ মাসুদ রানা ও সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা শিক্ষা অফিসের অন্যান্য সহকারি শিক্ষা অফিসার-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের সহকারি ইন্সট্রাক্টর সোহেল মিয়া। শেষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপজেলা পর্যায়ে ৮টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।