খবরবাড়ি ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দিন-রাত করে যাচ্ছেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক।
তিনি অঞ্চল ভিক্তি জনমত গঠনে হাট-বাজার, গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লাসহ জনসমাগম স্থানে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয় তুলে ধরে বক্তব্য রাখছেন।
প্রতিদিন জেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের দলীয় বিভিন্ন কর্মসূচীর অনুষ্ঠানে সাধারণ মানুষদের চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনে ব্যাপক ভূমিকা রাখছেন।
পলাশবাড়ী-সাদুল্লাপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম-গঞ্জে ধারাবাহিক ভাবে ৩১ দফা বাস্তবায়নের বিষয় ছাড়াও স্থানীয় সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে জনসাধারণকে সচেতন করে তোলাসহ উজ্জীবিত করছেন। এসব স্থানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিত থাকছেন মনযোগ দিয়ে তার কথা গুলো শুনছেন। ৩১ দফা বাস্তবায়নের আলোকে আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার করছেন।
এর ধারাবাহিকতায় শুক্রবার (৯ মে) পলাশবাড়ী উপজেলার আমলাগাছী জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয় অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। অত্র ইউনিয়নের গ্রাম-গঞ্জের সাধারণ মানুষের মাঝে ৩১ দফা বাস্তবায়নের ভিত্তিতে সরাসরি কি কি সুবিধা সে গুলো জনসাধারণের মাঝে তুলে ধরছেন। এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী ৩১ দফা বাস্তবায়নের বিষয়ে জনগনের মাঝে ব্যাপক সারা জাগিয়েছে এবং জনগনের মাঝে আস্তা অর্জন করেছেন বিএনপি।