গাইবান্ধা প্রতিনিধিঃ বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, ৫% বাৎসরিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদান ও অবসর সুবিধাবোর্ড ও কল্যাণ ট্রাস্টের নামে অতিরিক্ত এবং ৪% কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সোমবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. একরামুল হক খানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আবু রাহেন শফিউল্যাহ, অধ্যাপক মো. এহতেশামুল হক ডাকুয়া, অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ দেলোয়ার হোসেন নুরী, উপাধ্যক্ষ নাছরিন সুলতানা, অধ্যাপক রোকেয়া খাতুন, অধ্যাপক মমিতুল হক নয়ন, অধ্যাপক আজিজার রহমান, অধ্যাপক রাসেল মাহমুদ, মো. লাভলু মিয়া প্রমুখ।
বক্তারা অবিলম্বে অবসর সুবিধাবোর্ড ও কল্যাণ ট্রাস্টের নামের অতিরিক্ত ৪% কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান। সেইসাথে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও অন্যান্য ন্যায় সংগত দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় হস্তক্ষেপ কামনা করেন।