খবরবাড়ি ডেস্কঃ তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বোতলজাত বিশুদ্ধ খাবার পানি ও বিস্কুট বিতরণ করেছে কলেজ ছাত্রদল।
রোববার (৪ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পানি ও বিস্কুট বিতরণ করা হয়। এসময় গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্রনেতা শাহরিয়ার নাজিম, নাফি হাসানাত, রিয়াদুল রাকিব, শেখ ইমরান, আনাস সাদ ও এরফান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শহরের কয়েকটি স্থানে এসএসসি/সমমান পরীক্ষার্থীসহ তাদের অভিভাবক, অটোচালক, রিক্সা চালক এবং শ্রমিকদের হাতে বোতলজাত বিশুদ্ধ খাবার পানি ও বিস্কুট বিতরণ করা হয়। ২শ’ মানুষের মাঝে কলেজ ছাত্রদল পানি ও বিস্কুট বিতরণ করেন।