খবরবাড়ি ডেস্কঃ ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধা সরকারি শ্রম কল্যাণ কেন্দ্র ও রংপুর কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহযোগিতায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহান মে দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ মে) জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আকতার। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সহকারি কমিশনার সাব্বির আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম, রংপুর শ্রম দপ্তরের সহকারি পরিচালক আব্দুল লতিফ সরকার, জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্ত্তী বিশু, ট্রাক ও ট্যাঙ্কলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিমসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এছাড়াও মে দিবস উপলক্ষে গাইবান্ধার শহরসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃখক কর্মসূচি পালন করেন।