গাইবান্ধার পলাশবাড়ীতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিককল্যাণ ফেডারেশনের আয়োজনে ঐতিহাসিক শ্রমিক দিবস-২০২৫ পালিত হয়েছে।
১ মে বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে পলাশবাড়ী মহিলা ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, এ সময় র্যালিতে অংশগ্রহন করেন বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন ও মৎস জীবি সেক্টর,শ্রমিককল্যাণ ফেডারেশন পরিবহন শাখা সহ অন্যান্য পেশাজীবি সংগঠন।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে মহিলা মাদ্রাসায় গিয়ে শেষ হয়।
পরে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেল পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ খায়রুল ইসলাম চাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য দেন উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখা, অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম লেবু, আরও বক্তব্য দেন সহ-সেক্রেটারী শ্রমিক কল্যাণ জেলা শাখা আঃ রাজ্জাক বিএসসি, প্রধান উপদেষ্টা শ্রমিক কল্যাণ পলাশবাড়ী শাখা আবু বকর সিদ্দিক, উপদেষ্টা পলাশবাড়ী শাখা সাখাওয়াত হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেরীরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাওঃ বেলাল উদ্দিন সরকার, প্রধান উপদেষ্টা শ্রমিক কল্যাণ ফেডারেশন পলাশবাড়ী পৌর শাখা মাওঃ মোঃ ইয়াহ্ইয়া,উপদেষ্টা পৌর শাখা মোঃ আইনুল হক প্রধান সহ পৌরসভা ও ইউনিয়ন এর দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বলেন, শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে। তাদের প্রাপ্ত নিশ্চিত করতে হবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সকল হয়রানি মূলক নির্যতন বন্ধ করতে হবে। শ্রমজীবী মানুষের আত্মত্যাগকে সম্মান দেখাতে হবে।
বক্তারা আরও বলেন, এ দিনে আমরা প্রেরণা গ্রহণ করতে পারি। আগামী দিনে শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে শিকাগোর সংগ্রামের মত ঐক্যবদ্ধ হতে হবে।