খবরবাড়ি ডেস্কঃ সরকারি ওয়েব পোর্টাল ‘গাইবান্ধা ডটগভডট বিডি’তে ‘জেলা সম্পর্কিত’ ক্যাটাগরির ‘প্রখ্যাত ব্যক্তিত্ব’ শিরোনামে ‘বিশিষ্ট কবি ও সাহিত্যিক’র তালিকায় ‘কবি সরোজ দেব’র নাম অন্তর্ভুক্ত, গাইবান্ধা পাবলিক লাইব্রেরী অ্যান্ড কাবের পাঠাগারে ‘কবি সরোজ দেব কর্ণার’ স্থাপনসহ প্রতিবছর ফেব্রুয়ারিতে ‘কবি সরোজ দেব বইমেলা’ আয়োজনের দাবীতে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে (৩০ এপ্রিল) গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ’র হাতে স্মারকরিপি প্রদান করেন গাইবান্ধাবাসীর পক্ষ সংগীত শিল্পী আফরোজা লুপু, নজরুল চর্চাকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফেরদৌসি জাহান সিদ্দিকা এবং বনলতা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি পিটু রশিদ প্রমুখ।
কবি, সাহিত্যিক, সংগীত শিল্পী, নাট্যকর্মী, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ৬৪জন ব্যক্তি এই তিন দাবি আদায়ে স্মারকলিপিতে সম্মতি প্রদান করেছেন। স্মারকলিপিতে সম্মতি প্রদান করে নাম ও পরিচয় লিখেছেন দেবাশীষ দাশ দেবু, রফিকুল ইসলাম, অমিতাভ দাশ হিমুন, রনজিৎ সরকার, রিকতু প্রসাদ, শাহাবুল শাহীন তোতা, শাহ আলম বাবলু, ফেরদৌসি জাহান সিদ্দিকা, আলাল আহমেদ, তৌফিকুর রহমান নিয়ন, সোহেল রানা, শেখ জিয়াউল করিম (টিপু), নাবিল আহমেদ, রজতকান্তি বর্মন, মনিরুল ইসলাম মারুফ, শাহানাজ আমিন মুন্নী, উত্তম সরকার, কাসেম ইয়াসবীর, মোক্তাদির রহমান রোমান, সুলতান উদ্দিন আহমেদ, ময়নুল হোসেন, আলমগীর কবির বাদল, শামীম প্রামানিক বাদল, আলম মিয়া, সাজু সরকার, জিয়াউর রহমান জিয়া, ময়নুল ইসলাম, কায়সার রহমান রোমেল, ওয়াজেদ হোসেন জীম, মোদাচ্ছেরুজ্জামান মিলু, কে.এম. রেজাউল হক, পিটু রশিদ, উজ্জল চক্রবর্ত্তী, কে.এম. রফিকুল হাসান কাফী, আবু সায়েম শান্ত, মারুফুল হক মারুফ, রফিকুল ইসলাম রফিক, আশিকুর রহমান ইমন, জাভেদ হোসেন, আফরোজা লুপু, নাসরীন সুলতানা রেখা, আতিকুর রহমান আতিক বাবু, খায়রুল ইসলাম, খালেদ হোসেন, মাসুম আবদুল্লাহ, ওবাইদুল ইসলাম, জিয়াউল হক জনি, এ.কে.এম. আরিফ আলাল, আতোয়ার রহমান, জহুরুল কাইয়ুম, কামরুজ্জামান চান, চুনি ইসলাম, সুমন মিয়া, পপি রোজারিও, মোকছেদুর রহমান বিপুল, কিংশুক ভট্টাচার্য, আব্দুল হাই খাজা, সাখাওয়াত হোসেন বিপ্লব, মানিক বাহার, মোহাম্মদ আমিন, কুদ্দুস আলম, বিপ্লব ইসলাম, কায়ছার প্লাবন ও সাখাওয়াৎ হোসেন।
স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ প্রথম দাবিটি পূরণ করেন। বিকেলে ‘গাইবান্ধা ডটগভডট বিডি’তে ‘জেলা সম্পর্কিত’ ক্যাটাগরির ‘প্রখ্যাত ব্যক্তিত্ব’ শিরোনামে ‘বিশিষ্ট কবি ও সাহিত্যিক’র তালিকায় ‘কবি সরোজ দেব’র নাম অন্তর্ভুক্ত পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে সাহিত্য, সংগীত, নাট্য, সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জেলা প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
গত ২ এপ্রিল নজরুল চর্চাকেন্দ্রের আয়োজনে গাইবান্ধা জেলা শহরের পলাশপাড়া এলাকায় গাইবান্ধা কিনিক (নিউরন নার্সিং কলেজ) মিলনায়তনে কবি সরোজ দেব স্মরণে ‘তুমি কোন পথে এলে হে মায়াবী কবি’ শীর্ষক অনুষ্ঠানে গাইবান্ধার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্টজনরা কবি সরোজ দেবকে স্মরণীয় করে রাখতে এই তিনটি দাবী উত্থাপন করেন।
১৯৪৮ সালের ২৬ মার্চ গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়ায় পৈত্রিক নিবাসে জন্ম নেওয়া কবি সরোজ দেব গাইবান্ধার সর্বজন প্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তি। ষাটের দশকের শুরুর দিকে স্কুল জীবন থেকেই সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন তিনি। লিটল ম্যাগাজিন আন্দোলনের অন্যতম পুরোধা হিসেবে সম্মানিত হয়েছেন কবি সরোজ দেব। যাঁর হাত ধরে এগিয়ে গেছে সাহিত্য-সংস্কৃতি। যাঁর আলোয় সমাজের অনেক মানুষ এবং শিল্প, সাহিত্য-সংস্কৃতি আলোকিত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ৭৭ বছর বয়সে পৈত্রিক নিবাসে অসুস্থ্যতা ও বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন কবি সরোজ দেব।