বার্তা প্রেরক, মোঃফেরদাউছ মিয়াঃ
গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কর্মসূচী(টি আর) প্রকল্পে ২০২৪-২০২৫ ইং অর্থ বছরে রংপুর বিভাগের ৮ জেলার ৩১ পৌরসভায় ১ম,২য় ও ৩য় কিস্তিতে মোট ১০ কোটি ৫৪ লক্ষ ১৮ হাজার ৯শত ৩৮ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
যা জেলা ওয়ারী পৌরসভায় বিভাজন করা হয়েছে এভাবে.
দিনাজপুর জেলার ৯ পৌরসভায়
টি,আর (নগদ টাকা)-২ কোটি ৬১লক্ষ লক্ষ ২৩ হাজার ৪’শত ৯১.২৮ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
ঠাকুরগাঁও জেলার ৩ পৌরসভায়
টি,আর (নগদ টাকা)- ১কোটি ৫ লক্ষ ৭১ হাজার ৬’শত ৪৩.০২ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
পঞ্চগড় জেলার ৩ পৌরসভায়
টি,আর (নগদ টাকা)-৭৬ লক্ষ ৬৫ হাজার ২’শত ৭৮.৩২ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
রংপুর জেলার ৩ পৌরসভায়
টি,আর (নগদ টাকা)-৮১ লক্ষ ৯২ হাজার ৯’শত ৪৪.৩১টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
লালমনিরহাট জেলার ২ পৌরসভায়
টি,আর (নগদ টাকা)-৭০ লক্ষ ৭৮ হাজার ৭’শত ৩৯.২৬ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
নীলফামারি জেলার ৪ পৌরসভায়
টি,আর (নগদ টাকা)-১কোটি ৭৩ লক্ষ ৭৪ হাজার ৩ শত ৮৭.৫৫ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
কুড়িগ্রাম জেলার ৩ পৌরসভা পৌরসভায় টি,আর (নগদ টাকা)-১কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার ৭’শত ৯৪.৫০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
গাইবান্ধা জেলার ৪ পৌরসভায়
টি,আর (নগদ টাকা)-১ কোটি ১৪ লক্ষ ৬১ হাজার ৬’শত ৬০.৬৬ টাকা। বরাদ্দ দেয়া হয়েছে।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (কাবিখা-১ ও ২) (উপসচিব)ঝরনা বেগম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
(বিঃদ্রঃ ধারাবাহিক প্রতিবেদনের ৩য় পর্ব দেখলেন,আগামী প্রতিবেদনে থাকছে জেলা ভিত্তিক উপজেলার বরাদ্দের পরিমান।আপনার জেলার নিজ উপজেলা বরাদ্দের পরিমান জানতে প্রতিবেদনের ৪র্থ পর্ব দেখতে চোখ রাখুন….. )