বার্তা প্রেরক
মোঃফেরদাউছ মিয়াঃ
২০২৪-২০২৫ ইং অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কর্মসূচীর আওতায় রংপুর বিভাগের ৮ জেলার ৫৮টি উপজেলায় টিআর,কাবিটা,কাবিখা ৩য় কিস্তিতে মোট টি,আর (নগদ টাকা)-৪১কোটি১৮ লক্ষ ৯০ হাজার ৯’শত ২৬ টাকা।কাবিটা-৪৪ কোটি ৩৩ লক্ষ ৩৬ হাজার ২’শত ১২.২ টাকা।কাবিখা(খাদ্য শস্য)২’হাজার ৫’শত ৩৩.৩৪৮ মে.টন (চাল) ও ২ হাজার ৫ ‘শত ৩৩.৩৪৮ মে.টন (গম) বরাদ্দ দেয়া হয়েছে।
যা জেলা ওয়ারী বিভাজন করা হয়েছে এভাবে….
দিনাজপুর জেলার ১৩ উপজেলায়
টি,আর (নগদ টাকা)-৮কোটি১০ লক্ষ ১৫ হাজার ৩’শত ৯৪.৮১ টাকা। কাবিটা-৮ কোটি ৭১ লক্ষ ৯১ হাজার ৯’শত ৫০.৯৫ টাকা।
কাবিখা (খাদ্য শস্য)- ৪’শত ৯৮.২৪ মে.টন (চাল) ও ৪’শত ৯৮.২৪ মে.টন (গম) বরাদ্দ দেয়া হয়েছে।
ঠাকুরগাঁও জেলার ৫ উপজেলায়
টি,আর (নগদ টাকা)-৩কোটি১২ লক্ষ ৭৩ হাজার ৬’শত ২৯.৮৪ টাকা। কাবিটা-৩ কোটি ৬২ লক্ষ ১৪ হাজার ৯’শত ০৩.৮৫ টাকা।
কাবিখা (খাদ্য শস্য)- ২’শত ০৬.৯৪ মে.টন (চাল) ও ২’শত ০৬.৯৪ মে.টন (গম) বরাদ্দ দেয়া হয়েছে।
পঞ্চগড় জেলার ৫ উপজেলায়
টি,আর (নগদ টাকা)-২কোটি৫৫ লক্ষ ৫১ হাজার ৪’শত ৮৭.১৮ টাকা। কাবিটা-২ কোটি ৮৯ লক্ষ ২৭ হাজার ০৫৭.৮৫ টাকা।
কাবিখা (খাদ্য শস্য)- ১’শত ৬৫.২৯৮ মে.টন (চাল) ও ১’শত ৬৫.২৯৮ মে.টন (গম) বরাদ্দ দেয়া হয়েছে।
রংপুর জেলার ৮ উপজেলায়
টি,আর (নগদ টাকা)-৬ কোটি৭২ লক্ষ ১১ হাজার ৭’শত ০০.০৫
টাকা। কাবিটা- ৭কোটি ১৯ লক্ষ ৯৪ হাজার ৪’শত ২৪.৯৫ টাকা।
কাবিখা (খাদ্য শস্য)- ৪’শত ১১.০৯৭ মে.টন (চাল) ও ৪’শত ১১.৩৯৭ মে.টন (গম) বরাদ্দ দেয়া হয়েছে।
লালমনিরহাট জেলার ৫ উপজেলায় টি,আর (নগদ টাকা)-৩কোটি১৪ লক্ষ ৪ হাজার ৬’শত ৬৬.৮৫ টাকা। কাবিটা-৩ কোটি ৪১ লক্ষ ৭ হাজার ৩’শত ৮২.৭৮ টাকা।কাবিখা (খাদ্য শস্য)- ১’শত ৯৪.৮৯৯ মে.টন (চাল) ও ১’শত ৯৪.৮৯৯ মে.টন (গম) বরাদ্দ দেয়া হয়েছে।
নীলফামারি জেলার ৫ উপজেলায়
টি,আর (নগদ টাকা)-৩কোটি ৯৫ লক্ষ ৯৮ হাজার ৯২.০৫ টাকা। কাবিটা-৪ কোটি ৩২ লক্ষ ২২ হাজার ২৩.৭৮ টাকা।কাবিখা (খাদ্য শস্য)- ২’শত ৪৬.৯৮৩ মে.টন (চাল) ও ২’শত ৪৬.৯৮৩ মে.টন (গম) বরাদ্দ দেয়া হয়েছে।
কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায়
টি,আর (নগদ টাকা)-৭কোটি ৪৬ লক্ষ ৬১ হাজার ৫’শত ০৩.২৬ টাকা। কাবিটা-৭ কোটি ৫৮ লক্ষ ৭৮ হাজার ৫’শত ৯৮.০৮ টাকা।
কাবিখা (খাদ্য শস্য)- ৪’শত ৩৩.৫৯২ মে.টন (চাল) ও ৪’শত ৩৩.৫৯২ মে.টন (গম) বরাদ্দ দেয়া হয়েছে।
গাইবান্ধা জেলার ৭ উপজেলায়
টি,আর (নগদ টাকা)-৬ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৪’শত ৫২.৪২ টাকা। কাবিটা- ৬ কোটি ৫৭ লক্ষ ৯৯ হাজার ৮’শত ৭০.৩১ টাকা।
কাবিখা (খাদ্য শস্য)- ৩’শত ৭৫.৯৯৯ মে.টন (চাল) ও ৩’শত ৭৫.৯৯৯ মে.টন (গম) বরাদ্দ দেয়া হয়েছে।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (কাবিখা-১ ও ২) (উপসচিব)ঝরনা বেগম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
(বিঃদ্রঃ ধারাবাহিক প্রতিবেদনের ২য় পর্ব দেখলেন,আগামী প্রতিবেদনে থাকছে জেলা ভিত্তিক পৌরসভার বরাদ্দের পরিমান।আপনার জেলার পৌরসভার বরাদ্দের পরিমান জানতে প্রতিবেদনের ৩য় পর্ব দেখতে চোখ রাখুন….. )