গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক অজ্ঞাত (৫০) নারীর উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাটাকালী ব্রীজ সংলগ্ন হাওয়াখানা নামক স্থানে থেকে রোববার রাত ১০টার দিকে উদ্ধার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মজিবর রহমান পিপিএম জানান, রাতে স্থানীয়রা অজ্ঞাত ওই নারীর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। তার গলায় কালো দাগ আছে। ধারনা করা হচ্ছে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত মহিলা কোন পরিচয় পাওয়া যায়নি।