খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুত স্পর্শে পৌরশহরের চৌধুরী মার্কেটের পরিচিতজন গার্মেন্টস ব্যবসায়ি আতাউর রহমান আতা’র (৩৬) মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তার নিজ বাড়ির পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান ও পরিবার-পরিজন, ব্যবসায়ি, পাড়াপ্রতিবেশি,বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ছাড়াও অসংখ্য শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পৌরশহরের হরিণমারী
গ্রামের ফকিরপাড়ার মৃত সেনা সদস্য আনোয়ার মিলিটারির ছোট ছেলে। তাঁর মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।