খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নসহ ৬ দফা দাবীতে গাইবান্ধায় মাননবন্ধন করেছে মাদ্রাসা শিক্ষকরা।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রোববার (২০ এপ্রিল) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে জেলার সাত উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অংশ নেয়।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির জেলা আহবায়ক তবিবর রহমানের সভাপতিত্বে মাননবন্ধনে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, জেলা কমিটির সদস্য সচিব সোহেল রানা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকদের মধ্যে হাবিব উল্যাহ নুরী, নুরুল হক, জহুরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আব্দুল মালেক, মাজেদ রানা ও শাপলা মাহবুব প্রমুখ। মাননবন্ধন কর্মসূচি শেষে দাবী তুলে ধরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ৩৯ বছর বিনা বেতনে শিক্ষকতা করে মানবেতর জীবনযাপন করেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। চলতি বছরের ২৮ জানুয়ারি আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ৬ দফা দাবী পূরণের ঘোষণা দেয় সরকার। কিন্তু অদ্যাবধি পর্যন্ত দাবিসমূহ বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা হতাশ।
বক্তারা আরো বলেন, ১২ মে এর পূর্বে ৬ দফা বাস্তবায়নের দাবী জানান। অন্যথায় ১৩ মে জাতীয় প্রেস কাবের সামনে দেশের সকল জেলার শিক্ষকদের নিয়ে সমাবেশ করার ঘোষণা দেন শিক্ষকরা।
৬ দফা দাবীগুলো হচ্ছে-ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা রিসার্চ ইনস্টিটিউটের সুপারিশের আলোকে অনুদানভুক্ত, অনুদানবিহীন সকল ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মত জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিস্ট্রেশন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোড বিহীন মাদ্রাসাগুলো কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, আলাদা নীতিমালা, পাঠদানের অনুমতি স্বীকৃতি, নীতিমালা ২০২৫ অনুমোদন, অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা ও প্রাথমিক বিদ্যালয়ের মত প্রাক ইবতেদায়ী শ্রেণি খোলার অনুমোদন ও শিক্ষক নিয়োগ।