খবরবাড়ি ডেস্কঃ সয়াবিনের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পায়তারা বন্ধ, বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবীসহ সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শনিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় শহরের ১নং রেলগেইট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই মিলিত হয়। বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলেরসভাপতিত্বে বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদ জেলা সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবি’র জেলা সহকারি সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, বাসদ মার্কসবাদী জেলা নেতা অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ জেলা নেতা আফরুজা বেগম, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা আব্দুল্লাহ প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে সিপিবি’র সম্পাদকমন্ডলীর সদস্য মিতা হাসান ও ছাদেকুল ইসলাম মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যে সময় সাধারণ মানুষের আয় কমেছে। সেই সময় সয়াবিনের দাম লিটারে ১৪ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করবে। সেইসাথে শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধিতে পণ্যমূল্য বাড়বে যা জনগণের উপরই পড়বে। বর্তমান অন্তর্বতী সরকার বিদ্যুতের দাম বৃদ্ধির পায়তারা করছে। পেঁয়াজের দাম ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। তারা নিত্যপণ্যের উপর যখন তখন ভ্যাট আরোপেরও সমালোচনা করেন এবং অবিলম্বে সয়াবিনের বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবী জানান। সেই সাথে বক্তারা ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানান ও হত্যাযজ্ঞ বন্ধ করতে উদ্যোগ গ্রহণ করতে জাতিসংঘের প্রতি আহবান জানান।