ঢাকা -রংপুর মহাসড়ক ফোরলেন সড়কের উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের জন গুরুত্বপূর্ণ এলাকা জনতা ব্যাংক মোড় উপজেলার একমাত্র বানিজ্যিক এলাকা ঐতিহ্য বাহি কালিবাড়ী বাজার প্রবেশদ্বারে আন্ডার পাসের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭ এপ্রিল-২৫) বিকালে পলাশবাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি পলাশবাড়ীর আয়োজনে জনতা ব্যাংক মোড় কালিবাড়ী বাজার সড়ক সম্মুখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক মুশফিকুর রহমান মিলটনের সভাপতিত্বে ও সদদ্য সচিব মোঃ ফেরদাউছ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,
পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক শাহ আলম সরকার, পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির যুগ্ন আহবায়ক সাংবাদিক সাইদুর রহমান মাষ্টার, হাট-বাজার
ব্যবসায়ী সমিতির সভাপতি এমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী বাবু দিলিপ চন্দ্র সাহা, নির্মল কুমার সাহা,উপজেলা দোকান মালিক সমিতির কার্যকরি সদস্য হায়দার আলী,উপজেলা এবি পার্টির সদস্য সচিব ডাঃ মাসুদুর রহমান মাসুদ, পৌর যুবদল আহবায়ক আব্দুল লতিফ ও যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক সোলাইমান সরকার প্রমুখ।
বক্তরা অবিলম্বে আন্ডার পাশের যৌতিক দাবি মেনে নেয়ার আহবান জানান, অন্যথায় বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সমাবেশে দোকান মালিক সমিতি, ব্যবসায়ী সমিতি কৃষক-শ্রমিক- ছাত্র- জনতাসহ বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।