খবরবাড়ি ডেস্কঃ আলোকচিত্র শিল্পী কুদ্দুস আলমের তিনদিনব্যাপী ‘চর ও জীবন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ১৪ এপ্রিল শেষ হয়েছে। শেষদিনে প্রদর্শনী চত্বর মঞ্চে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
সোমবার বাংলা নববর্ষের প্রথমদিন হওয়ায় সকাল থেকে প্রদর্শনীতে ব্যাপক দর্শকের আগমন ঘটে। অন্যদিন সকাল ১১টায় শুরু হলেও এদিন প্রদর্শনী শুরু হয় সকাল ৯টায়। প্রদর্শনীতে শিশু-কিশোর-তরুণ-তরুণী থেকে শুরু করে বয়স্ক নারী-পুরুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ছবি দেখে মুগ্ধ সবাই।
এদিন দুপুরের দিকে গোবিন্দগঞ্জ উপজেলা থেকে আদিবাসীরা এসেছিলেন কুদ্দুস আলমের ছবির প্রদর্শনী দেখতে। তারা বলছেন, একসাথে এত ভালো ভালো ছবি দেখতে পাওয়া আনন্দের।
প্রদর্শনী মঞ্চে বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিল্পী কুদ্দুস আলম ও আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. আবুল হোসেন সোহাগ মৃধা।