গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সার্বিক আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার সকালে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে জেলার আইনশৃঙ্খলার সার্বিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মাসরুুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোকশানা বেগম, সিভিল সার্জন আমির আলী, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির, সাঘাটা উপজেলা চেয়ারম্যান এএইচএম গোলাম শহীদ রঞ্জু ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া প্রমুখ।
সভায় জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত আলোচনার মধ্যে জঙ্গিবাদ, ওষুধের ব্যবসা, বাল্য বিবাহ ও ব্রহ্মপুত্র নদীর তীরে জলদস্যুতা পরীক্ষা এবং মহাসড়কে ছিনতাই-ডাকাতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
আলোচনার পর আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জেলার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য দেশে অপরাধমূলক অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনাসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পুলিশ সুপার মো. মাসরুকুর রহমান খালেদ পুলিশ প্রশাসন কর্তৃক অপরাধমূলক কাজের বিরুদ্ধে জেলা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল তাঁর বক্তব্যে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় জেলা প্রশাসনের ৭টি উপজেলায় শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য আহবান জানান।