খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা বাংলা নববর্ষ উপলক্ষে ‘বাঙালি সংস্কৃতি বিকাশে বিভিন্ন জনজাতির ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) অবলম্বন কনফারেন্স রুমে নাগরিক সংগঠন জনউদ্যোগ-এর আয়োজনে মতবিনিময় সভায় গাইবান্ধা পরিবেশ আন্দোলন সভাপতি ওয়াজিউর রহমান রাফেফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, নারী নেত্রী মাজেদা খাতুন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ সদর উপজেলা আহবায়ক গোলাম রব্বানী মুসা, শিক্ষক রনজিৎ সরকার, মানবাধিকারকর্মী অঞ্জলী রানী দেবী, নারী নেত্রী নাজমা বেগম, সেলিনা আকতার সোমা, শিক্ষক অশোক সাহা, সমাজকর্মী মনির হোসেন সুইট, সুরভী মার্ডি ও মারিয়া মুরমু প্রমুখ।
বক্তারা বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে যথাযথ মর্যাদা দিতে না পারলে হারিয়ে যাবে তাঁদের ভাষা ও সংস্কৃতি।
সারাদেশে সাঁওতাল-দলিতসহ বিভিন্ন জাতিগোষ্ঠী অন্য সকল জনগোষ্ঠী অপেক্ষায় প্রান্তিক অবস্থানে রয়েছে। তেমনি মানবাধিকার এবং জীবনমানের সার্বিক দিক দিয়ে আজও নানাভাবে বঞ্চিত। বিশেষ করে সাঁওতাল ও দলিত নারীরা আরো প্রান্তিক গোষ্ঠী রয়েছে। সাঁওতালসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর শূন্যতা ঠেকাতে তাদের প্রতি সহিংসতা-নির্যাতন ও উচ্ছেদ বন্ধে কার্যকর পদক্ষেপের দাবী জানান।