খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় বাংলা নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দ পহেলা বৈশাখ বাজনার তালে তালে বরণ করে নিলেন আদিবাসী ও বাঙালি সম্প্রদায়।
সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় স্থানীয় ডাকবাংলো মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় আদিবাসী-বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম পরিষদ সভাপতি ডা. ফিলিমন বাস্কে, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, আদিবাসী-বাঙালী সংহতি পরিষদ সদরের আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, সদস্য সচিব কাজি আব্দুল খালেক, সাঁওতাল নেতা বার্নাবাস টুডু, বিটিশ সরেন, তৃষ্ণা মুরমুসহ শতশত সাঁওতাল-বাঙালীরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা বাঙালিয়ানা ও সাঁওতালী সাজে বাদ্য বাজনাসহ গানে গানে আনন্দে মুখর হয়ে শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন, এ উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে এবং পারস্পারিক সংহতি ও ঐক্যকে শক্তিশালী করতে চাই। এ ধরনের কর্মসূচি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি সুযোগ। যা পারস্পারিক বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে।
বক্তারা আরো বলেন, যে সময় আমরা বৈশাখী উৎদযাপন করছি, ঠিক সেই সময় ইসরায়েল ও মার্কিনী বর্বরতার হামলায় শিকার হচ্ছে মানব সভ্যতা। হত্যা হচ্ছে মানুষ কোন ধর্ম নয়। আজ এই বৈশাখী উৎসবে মানুষ হত্যার তীব্র নিন্দাসহ অবিলম্বে এসব মানব হত্যা বন্ধ হোক এই প্রত্যাশা করছেন আদিবাসী বাঙালি সংহতি পরিষদ গাইবান্ধা।