খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে আদালত কর্তৃক ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী তাছলিমা আক্তার হীরাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (১৩ এপ্রিল) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম পৌরশহরের গিরিধারীপুর নিজবাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হীরা পৌরশহরের গিরিধারীপুর গ্রামের মৃত কদ্দুস মিয়ার কন্যা।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভুট্টোগ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য; তাছলিমা আক্তার হীরার বিরুদ্ধে চাকরী দেয়ার নামের অর্থ আত্মসাৎ-এর (চেক ডিজঅনার) একাধিক প্রতারণা মামলা রয়েছে।