খবরবাড়ি ডেস্কঃ অসহায় ফিলিস্তিনিদের প্রতি সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলী কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জমইয়তে আহলে হাদীস গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকালে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার সাত উপজেলার আহলে হাদীসের নেতৃবৃন্দ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জমইয়তে আহলে হাদীস জেলা সভাপতি অধ্যক্ষ মাও. জাহাঙ্গীর আলম, সেক্রেটারী আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি নজরুল হক মনজু, শুব্বানের জেলা সাংগঠনিক সম্পাদক মাহফুজ মিয়া, ময়েজ উদ্দিন, মতিয়ার রহমান, মাজহারুল ইসলাম ও নুর মোহাম্মদ প্রমুখ।
বক্তারা জরুরী ভিত্তিতে ইসরায়েলীর সবধরণের পণ্য বর্জনের ঘোষণা দেন। অবিলম্বে গাজায় হামলা জরুরী ভাবে বন্ধে জাতিসংঘসহ সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ভুমিকা রাখার আহবান জানান। সেইসাথে বর্বর ফিলিস্তিনির গাজায় নিরীহ মানুষের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ বন্ধের দাবী জানান।