খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের দু’দিনব্যাপী হজ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (১২ এপ্রিল) সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মিরাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণ কার্যক্রমে রিসোর্স পার্সন ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. কাজী আহসানুল হাবীব মুবীন, জেলা কালেক্টরেট মসজিদের খতিব মাও. যোবায়ের আহমেদ। অন্যান্যদের মধ্যে হাব প্রতিনিধি একেএম শামসুল হুদা, ইসলামী ব্যাংক প্রতিনিধি মো. খায়রুল ইসলামসহ হজযাত্রীরা উপস্থিত ছিলেন।