খবরবাড়ি ডেস্কঃ গাজায় ইসরায়েলি আগ্রাসন-বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও হত্যাযজ্ঞের শিকার অসংখ্য শিশু- নারী-পুরুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোকপ্রজ্জ্বলন করে গণহত্যা বন্ধের জোর দাবী জানিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা।
গাইবান্ধা প্রেসকাবের উদ্যোগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় প্রেসকাব চত্বর থেকে সাংবাদিকরা মোমবাতি প্রজ্জ্বলন করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর শহীদ মিনারের বেদিতে প্রজ্জ্বলিত মোমবাতি স্থাপন করা হয়।
শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে মুক্তিকামী ফিলিস্তিনি নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসকাবের প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক, সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, যুগ্ম সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান রোকন, কুদ্দুস আলম, মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য রিকতু প্রসাদ, গোলাম রব্বানী মুসা, কায়সার রহমান রোমেল ও শিক্ষার্থী রিয়াদ হাসানসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, বর্বর ইসরাইল গাজায় নিরীহ মানুষের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এতে মুখ থুবড়ে পড়ছে বিশ্বমানবতা। বক্তারা, ফিলিস্তিনির প্রতি সংহতি জানিয়ে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবী জানান।