গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা ওলামালীগ যুগ্ম আহবায়ক মাওঃ আবু সালেহ মোঃ আব্দুল কুদ্দুসের প্রথম নামাজে জানাযা বিপুল সংখ্যক মুসুল্লীর উপস্থিতিতে বাগদা মাহমুদবাগ উচ্চ বিদ্যালয় মাঠে রোববার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় উপজেলার জয়পুরহাট জেলার কালাই উপজেলার গ্রামের বাড়ীতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাওলানা আবু সালেহ মোঃ আব্দুল কুদ্দুসের অকাল মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি, সাধারন সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সরকার, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, যুগ্ম সাধারন সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, যুগ্ম সাধারন সম্পাদক মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক প্যানেল মেয়র -২ মাসুদ রানা বাপ্পী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্যানেল মেয়র-২ রিমন তালুকদার,গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস.এম রিপন, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিক, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, শাখাহার ইউপি চেয়ারম্যান তাহাজুল ইসলাম ভুট্টু, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, পৌর আওয়ামীলীগ সভাপতি ছানোনায়ার হোসেন আকন্দ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মন্ডল মাসুদ, কাটাবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান জোবায়ের হাসান গোলাপ, সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, সাবেক প্রিন্সিপাল মাওলানা মতিউর রহমান খানসহ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিকদল, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের পক্ষ থেকে মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন। তার জানাযার ইমামমতি করেন হযরত মাওলানা আশরাফ উদ্দিন সিদ্দিকী। তিনি দীর্ঘদিন যাবৎ গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউপির কাটাবাড়ী গ্রামে বসবাস করে আসছিলেন। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।