খবরবাড়ি ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা এসময় ‘উই আর প্যালেস্টাইন’, ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন’, ‘ট্রাম্পের দু’গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর দু’গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইসরায়েলের সকল পণ্য বর্জনসহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি গাইবান্ধা সরকারি কলেজ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আসাদুজ্জামান মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানেই তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি আরশাদ আইয়ুব জাহিদ। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, যুগ্ম সাধারন সম্পাদক শহিদুজ্জামান শাহিন, ওয়ালিদ শাকিল, আমীর হামজা, মিরাজুজ্জামান রবিন ও সুজন পাটোয়ারীসহ অনেকেই।
বক্তারা বলেন, বছরের পর বছর ধরে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। তাদের এ মানবতাবিরোধী অপরাধের অন্যতম সমর্থণকারী যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নীরবতায় গণহত্যায় উৎসাহী হয়েছে ইসরায়েল। আরব শাসক ও মুসলিম দেশের নেতারা চুপ থাকায় ফিলিস্তিনি শিশু ও নারী-পুরুষদের হত্যা করে কেয়ামত চাপিয়ে দিয়েছে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে পণ্য সমাবেশ থেকে বয়কটের ঘোষণা দেওয়া হয়। এছাড়াও জেলা শহরসহ জেলার ৭ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।