গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।
গতকাল পৌর বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্ধোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর বিএনপি’র সভাপতি মশিউর রহমান সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা বিএনপি’র সাধারণ সম্পাদক বাবুল আহম্মেদ, পৌর সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিপু, থানা বিএনপির সংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন, পৌর সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রিন্টু, পৌর বিএনপির উপদেষ্টা মাহাবুবার রহমান কল্পন, পৌর যুবদল সভাপতি ইফতেখার হোসেন পপেল প্রমুখ। বক্তাগণ বিএনপি’র রাজনীতিকে শক্তিশালি করার লক্ষ্যে সদস্য সংগ্রহ ও নবায়ন করার জন্য মাঠ পর্যায়ে নেতাকর্মিদের জোর তাগিদ দেন। এর আগে পৌর বিএনপি’র সভাপতিকে নবায়ন করে এই কর্মসূচির উদ্ধোধন করা হয়।