গাইবান্ধার পলাশবাড়ীতে ২ এপ্রিল বুধবার দুপুর ২টায় ঢাকা কোচ বাস কাউন্টারে সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ৩৪ (৩) এবং(৪) ধারা লংঘন, টিকিটের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে পলাশবাড়ীতে ৮ টি ও গাইবান্ধা সদরে ৫ টি সহ মোট ১৩ টি কাউন্টারে অভিযান চালিয়ে ২২০০০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোমেল পাল।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসময় খবরবাড়ির প্রতিবেদক কে বলেন, ঈদ উপলক্ষে কাউন্টার গুলোতে ঈদ পরবর্তী কর্মস্থলে ফিরে যাওয়া যাত্রীদের কাছ থেকে টিকিটের মূল্য বেশী নেয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।জরিমানা কৃত বাস কাউন্টার এর মধ্যে রয়েছে অরিন পরিবহন,শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, এস,আর ট্রাভেলস,ডিপজল পরিবহন,সান্ত এন্টারপ্রাইজ, সূর্য এন্টারপ্রাইজ ও স্বদেশ ট্রাভেলস।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো বলেন, যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।