খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে শহীদ আবু সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও ঈদ পূর্ণমিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে উক্ত ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য সাবেক জেলা আমীর উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মধ্যে জামায়াতে ইসলামী উপজেলা আমীর আবুল হোসেন মাষ্টার, সহ-সেক্রেটারী সহকারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, সহকারি সেক্রেটারী মশিউর রহমান ও উপজেলা যুব বিভাগের সভাপতি মাও. মাযহারুল ইসলাম ছাড়াও পৌর ও ইউনিয়ন জামায়াতের ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।