খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক অভিযানে ৩’শ ৮৪ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলমের নেতৃত্বে এসআই হামিদুল, সুমন, জহুরুল ও এএসআই ফজির সঙ্গীয় ফোর্স বুধবার দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নের বেতকাপা গ্রামের গোফফারের বাড়ীতে অভিযান চালায়। এসময় তল্লাশী করে তার কাছ থেকে ২’শ পিস ইয়াবাসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামী মাদক করবারি আলামিন ওরফে আলালকে (৩২) গ্রেফতার করে।
আটককৃত আলামিন বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামের নজলার রহমানের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলাসহ গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
অপরদিকে, বুধবার সকালে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিশেষ পৃথক অভিযানে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রাম থেকে ১’শ ৮৪ পিস ইয়াবাসহ মাদক করবারি শাহিন মিয়াকে (২৮) গ্রেফতার করে। আটককৃত ২ জনের রিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।