খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) অত্র কলেজ হলরুমে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন
গাইবান্ধা জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত। অন্যান্যদের মধ্যে পলাশবাড়ী থানা ছাত্রদল আহবায়ক আরিয়ান সরকার আরিফ, সদস্য সচিব সোহেল রসিদ হৃদয়, যুগ্ম আহবায়ক ইউসুফ সরকার লেবু, যুগ্ম আহবায়ক রাজিব, পৌর ছাত্রদল আহবায়ক শাওন সরকার, সদস্য সচিব আকাশ কবির পায়েল, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক শাহজাহান সরকার, সদস্য সচিব মাজেদুর কবির মাজেদ, ছাত্রনেতা মারুফ, রায়হান, নূর মোহাম্মাদ ও মোবাসির রিফাতসহ কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলটির সঞ্চালনায় ছিলেন কলেজ শাখা ছাত্রদল আহবায়ক শাহজাহান সরকার।