খবরবাড়ি ডেস্কঃ গাইান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন খাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার ধাপেরহাট নায়েবিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার সভাপতি প্রভাষক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে ও জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়নের যুব বিভাগের সভাপতি শাহ মো. মুশফিকুর রহমান সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. নজরুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা আমীর মো. এরশাদুল হক ইমন ও বায়তুলমাল সম্পাদক মো. লোকমান হোসেন। এসময় উপজেলা শুরা ও কর্ম পরিষদের সদস্য ও ইউনিয়ন টিম সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ইফতার মাহফিলে এক বিশেষ দো’আ পরিচালনা করা হয়।