খবরবাড়ি ডেস্কঃ ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাত্রিতে গণহত্যার শহীদদের স্মরণে গাইবান্ধার আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধায় গাইবান্ধার প্রগতিশীল রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের ব্যানারে পৌর শহীদ মিনার চত্বর থেকে একটি আলোর মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম সংলগ্নবধ্যভূমিতে গিয়ে শেষ হয়। মিছিলে মোমবাতি হাতে নিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।