খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পলাশবাড়ীর সাবেক মেয়র গোলাম সরোয়ার বিপ্লব, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, আ’লীগ নেতা আবু বক্কর প্রধান, অধ্যক্ষ তোতা চৌধুরি, উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, তৌহিদুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ও সাংবাদিক সিরাজুল ইসলাম রতনসহ জেলা-উপজেলা আ’লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা, মুক্তিযোদ্ধা, কলেজ অধ্যক্ষ (অব.) ও সাংবাদিকসহ ২৬ জন ছাড়াও অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামী করে প্রায় সাড়ে ১০ বছর পর পলাশবাড়ীর বহুল আলোচিত জামায়াত নেতা নাজমুস সাকিব হত্যা মামলার অভিযোগ আদালতে দাখিল করা হয়েছে।
সাকিব-এর বাবা বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক জাহিদুল হক বুলু বাদী হয়ে বুধবার ১৯ মার্চ ২০২৫ বিজ্ঞ পলাশবাড়ী আমলী আদালতে এ অভিযোগ দাখিল করেন বলে জানা যায়। শুনানী শেষে পরবর্তি আদেশের ধার্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ মার্চ ২০২৫।
উল্লেখ্য; বিগত ২০১৪ সালের ১১ জানুয়ারি সকাল ৬ টার দিকে পৌরশহরের ব্র্যাক মোড়ে সাকিবকে গুলি করে হত্যার অভিযোগে আদালতে এজাহার দাখিল করা হয়েছে।