খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও দো’আ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ মার্চ) উপজেলা কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যক্ষ মাও. মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জাময়াতের সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও উপজেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মাও. আব্দুল লতিফ তরফদার। এসময় পলাশবাড়ী আদর্শ শিক্ষক পরিষদ সভাপতি সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু তালেব মাস্টার ও উপজেলা সাবেক সেক্রেটারি আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে উপস্থিত মেহমানগণ রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।