গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে ৮০ পিস ইয়াবা সহ বকশীগঞ্জ বোয়ালীদহ গ্রামের এন্তাজ মন্ডলের ছেলে রিজু মন্ডলকে (৩২) শনিবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রেজাউল করিম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি জানান, সম্প্রতি ১ কোটি টাকা মূল্যের ২৭ হাজার পিস ইয়াবাসহ ওই এলাকা থেকে উত্তরাঞ্চলের ইয়াবা সম্রাট আলিমুদ্দিনকে গ্রেফতার করা হয়। রিজু মন্ডল সেই সম্রাটের ১ নম্বর সহযোগী। এ ছাড়াও রিজু ইতোপূর্বে মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল খেটেছেন।
অপর দিকে, রিজু গ্রেফতার হওয়ায় বকশীগঞ্জ এলাকার সচেতন অভিভাবকের মাঝে ফিরে এসেছে স্বস্তি নিঃস্বাস। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, কাঁচামাল ব্যাবসায়ী রিজু অল্প দিনেই মাদক ব্যাবসা করে প্রায় ২০ লাখ টাকার মালিক হয়েছেন। যে টাকায় সে ধাপেরহাট বন্দরে ও গ্রামে আবাদি জমি ক্রয় ও বন্ধক নিয়েছেন। লালমনিরহাট কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় পাইকারী এবং খুচরা মরণ নেশা ইয়াবা ট্যাবলেট ছাড়াও অন্যন্য মাদক বিক্রি করে আসছেন। তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রিজু ও তার সহযোগীদেরকে আসামী করে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।