খবরবাড়ি ডেস্কঃ নারীর নিরাপত্তা নিশ্চিতসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবীতে ‘গাইবান্ধা উদ্যোক্তাবৃন্দ’ ব্যানারে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে ডিবি রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) গাইবান্ধার সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সিফতান আহম্মেদ খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেনন গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান, নারী উদ্যোক্তা মাহবুবা সুলতানা, তাসলিমা আজম লিজা, মাহফুজা আক্তার তন্নী, রনী চাকী ও নারী ফুটবলার মেহজাবিন প্রমুখ।
বক্তারা বলেন, মাগুরায় একটি ছোট্ট শিশুকে ধর্ষণের ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জাজনক। ওই শিশু আমাদের সবার ছোট বোন। তারই নিকট আত্মীয়রা নরপশুর মতো ধর্ষণ ও নির্যাতন করেছে। আমরা এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে পরবর্তীতে আর কেউ ধর্ষণের সাহস না করে।
তারা আরো বলেন, বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির কারণে বিভিন্ন সময়ে ধর্ষণকারীরা পার পেয়ে যায়। ফলে বারবার এমন ধর্ষণের ঘটনা ঘটছে। ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে দেশে ধর্ষণের পরিমাণ কমে যাবে। আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়া এসকল ঘটনায় আমাদের সবার জায়গা থেকে জোরালো প্রতিবাদ করতে হবে। আমরা সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ-নারী নিপীড়নে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানায়। পাশাপাশি সরকারের কাছে সর্বস্তরে নারীসহ সব মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।