গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি কোচাশহর ইউনিয়নের উদ্যোগে পুলিশি জনতা,জনতাই পুলিশ এই স্লোগান নিয়ে শুত্রবার বিকেলে কোচাশহর দ্বি-মুখী উচচ বিদ্যালয় মাঠে মাদক দ্রব্য, জঙ্গি, সন্ত্রাস, বাল্য বিবাহ রোধ ও আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কোচাশহর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আবু সুফিয়ান মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান পিপিএম, বিশেষ অতিথি ছিলেন, এসআই মোমিনুল ইসলাম, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম শামীম, কোচাশহর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, ইউপি সদস্য সাহজাহান আলী, জাতীয় পার্টির সভাপতি ইবনে ফজল, শ্রমিক নেতা আরিফুল ইসলাম রাজু, উপজেলা প্রজন্মলীগের যুগ্ম আহবায়ক ডা.আব্দুল মমিন শেখ রুবেল, কোচাশহর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলামিন মন্ডল সাগর, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খাজা তালুকদার, আশরাফুল আনোয়ার শিতল, যুবলীগ নেতা আব্দুল জলিল শেখ,সাহারুল ইসলামসহ ৯টি ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ব্যবসায়ী, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন।