খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে গাইবান্ধা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গাইবান্ধা প্রেস কাব, প্রগতি লেখক সংঘসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৌর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্যদের প্রভাতফেরি, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি এবং সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবন ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এরপর সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত মহান ভাষা আন্দোলনে অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। বাদ জোহর ভাষা শহীদদের রূহের শান্তি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিভিন্ন মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
সন্ধ্যা ৭টায় পৌর শহীদ মিনার চত্বরে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ভাষা আন্দোলনের ওপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।