খবরবাড়ি ডেস্কঃ সারাদেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালন করা হয়েছে।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা ও থানা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শুরুতে ১৯৫২ সালের একুশ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরে উপস্থাপনায় একে একে শহীদ মিনারে পুষ্পার্ঘ প্রদান করা হয়। শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে প্রথম প্রহরের কর্মসূচি শেষ করা হয়। পরে
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞলি অর্পণের শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা পুষ্পার্ঘ অর্পণ করে। পরে উপজেলা পরিষদ পৌর পরিষদ, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন, উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামসহ সহযোগী সংগঠন বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দল বিএনপি গোবিন্দগঞ্জ উপজেলা শাখা আহবায়ক ফারুক আহমেদসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি স্কুল-কলেজ ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।