খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা হাজী কল্যাণ সমিতির আয়োজনে হাজী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে আলহাজ্বমাও. আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে হাজী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাও. মোস্তাফিজার রহমান রাজা, মিয়াবাড়ী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাও. জাহিদুল ইসলাম জাহিদ, পলাশবাড়ী সিনিয়র মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাও. মোনায়ারুল ইসলামসহ অন্যান্যরা।
এসময় পলাশবাড়ী প্রেস কাবের সভাপতি আলহাজ্ব শাহ আলম সরকার, আলহাজ্ব আল-আমিন সরকার, আলহাজ্ব আতিয়ার রহমান ও আলহাজ্ব খোরশেদ আলমসহ পলাশবাড়ী উপজেলা এলাকার সকল হাজীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সবার উদ্দেশ্যে বক্তরা বলেন, আল্লাহর অগণিত নেয়ামত গ্রহণ করেই আমরা বেঁচে আছি। আল্লাহর রহমত ছাড়া আমরা এক সেকেন্ড বাঁচতে পারবো না। তাহলে রাব্বুল আল-আমিন মহান স্রষ্টা আল্লাহর প্রতি মাথা নত করতে আমাদের এত কৃপণতা কেন?আসুন আমরা সর্বস্তরের সবাই আল্লাহর আনুকূল্য লাভে নিয়মিত নামাজ পড়ি, হজ্ব করি, রোজা রাখি এবং যাকাত প্রদান করি। শেষে মাও. জাহিদুল ইসলাম উপস্থিত হাজী ছাড়াও দেশ ও দেশের মানুষের সার্বিক শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আলহাজ্ব প্রফেসর শাহজাহান আলী সরকার।