খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতি সভাপতি গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন দিপু’র নিজস্ব অর্থায়নে ছিন্নমুল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজস্ব কার্যালয়ে পৌরসভার ও ফুলবাড়ি ইউপির দিনমজুর-শ্রমিক-রিক্সাচালকসহ বিভিন্ন পেশার শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় পৌর বিএনপি নেতা সাহাবুল আলম নিতু, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর রহমান, সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমান রতন, ইমদাদুল ও পৌর যুবদল সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন ।