
যৌথ প্রযোজনার ছবি নিয়ে দেশে চলছে নানা আলোচনা-সমালোচনা। আর এরই মধ্যে এসে গেছে যৌথ প্রযোজনার ছবির আরেকটি পোস্টার।
নতুন এই ছবিটির নাম ‘নূর জাহান’। এরই মধ্যে শেষ হয়ে গেছে অর্ধেক শুটিংও।
এর আগে ছবিটি প্রসঙ্গে সামান্য ইঙ্গিত দেওয়া হলেও কোনোরকম তথ্য প্রকাশ করা হয়নি। ‘নূর জাহান’-এর বাংলাদেশ অংশের প্রযোজক জাজ মাল্টিমিডিয়া প্রকাশ করলো ছবিটির প্রথম পোস্টার।
শুক্রবার (৭ জুলাই) প্রকাশিত এই পোস্টারটি বেশ প্রশংসিতও হচ্ছে।
কলকাতার অভিমন্যু মুখার্জি ও বাংলাদেশের আবদুল আজিজ পরিচালিত ‘নূর জাহান’-এ অভিনয় করছেন পূজা (বাংলাদেশ) ও অদ্রিত(ভারত)। এই ছবির মাধ্যমে নায়ক-নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে দুজনেরই। মারাঠি সিনেমা ‘সাইরত’-এর রিমেক ‘নূর জাহান’।

জাজের সঙ্গে ছবিটি প্রযোজনা করছে কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশন ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি, তবে শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছে জাজ।
এদিকে বাংলাদেশের তরুণী পূজার অভিষেক হওয়ার কথা ছিলো ‘পোড়ামন–টু’ ছবিতে। কিন্তু এই ছবির কাজ এখনো খুব একটা এগোয়নি। তাই ‘নূর জাহান’ই হতে চলেছে পূজার নায়িকা হিসেবে প্রথম চলচ্চিত্র।