খবরবাড়ি ডেস্কঃ ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ তিস্তা নদী রক্ষা আন্দোলনে গাইবান্ধা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টুটুল, সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বক্তারা তিস্তা নদী রক্ষায় বিভিন্ন কমসূচির কথা উল্লেখ করেন।