গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা,অগ্নি সংযোগ, ভাংচুরের লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী (বাগদা) গ্রামে এই ঘটনা ঘটে। এতে ওই গ্রামের হাবিবুল্লা ও তার ভাই হাফিজুর রহমান গুরুত্বর আহত হয়েছে।
গোবিন্দগঞ্জ থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায়, উপজেলার কাটাবাড়ী (বাগদা) গ্রামের হাবিবুল্লার সহিত ওই গ্রমোর লেবু মিয়ার ছেলে পাশা মিয়া, হানিফ, বাবু, বাহাদুর, মৃত হাতেম আলীর ছেলে ইউসুফ সহ তার চাচা ও চাচাতো ভাইদের সহিত জমি জমা নিয়ে মতবিরোধ চলছিলো। এরই এক পর্যায়ে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পাশা গংরা স্বশস্ত্র ভাবে সংঘবন্ধ হয়ে হাবিবুল্লার বসত বাড়িতে হামলা চালায়। তারা তার বসতবাড়ির দরজা জানালা ভাংচুর করে। তারা হাবিবুল্লার ব্যবহৃত মটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা হাবিবুল্লা, তার ভাই ও মাকে বেধম মারপিট করে। গুরুত্ব আহত হাবিবুল্লাহ ও তার ভাই বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় হাবিবুল্লার স্ত্রী রোমানা বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দাখিল করেছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার এস আই ফনি জানান, ঘটনার সাথে সাথে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পাশাকে গ্রেফতার করেছে।