খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষক দাতা সদস্য পৌরশহরের নুনিয়াগাড়ী প্রফেসরপাড়ার আকতার ফারুক মন্ডলের (৬০) নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। তিনি সম্প্রতি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
তিনি ওই গ্রামের সম্ভ্রান্ত মুসলিম ও শিক্ষিত মন্ডল পরিবারের মরহুম ডা. ফজলার রহমান মন্ডলের ছোট ছেলে এবং খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন মন্ডলের চাচা। বৃহস্পতিবার বিকেলে শহরের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে, পুত্রবধু, ভাই-বোন, পরিবারের সদস্যবর্গ, পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নম্র-ভদ্র সাদামাটা স্বভাবের ফারুক মন্ডলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র গভীর শোকের ছায়া নেমে আসে। ঘণ কুয়াশাসহ বিরূপ আবহাওয়া উপেক্ষা করে শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজায় বিপুল সংখ্যক মুসুল্লি অংশ নেন। জানাজায় ইমামতি করেন তার মামাতো ভাই হাফেজ মাও. ওবায়দুর আনাম ও দো’আ পরিচালনা করেন হাফেজ মাও. মোস্তাফিজুর রহমান রাজা।
এরআগে মরহুম ফারুক মন্ডলের জীবদ্দশায় তার কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টারের পরিচালনায় বক্তব্যসহ উপস্থিত ছিলেন মরহুমের ভায়রা ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. শরিফুল ইসলাম, পলাশবাড়ী প্রেস কাব সভাপতি আলহাজ্ব শাহ আলম সরকার, অত্র কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রশিদ, আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা, সহকারি অধ্যাপক আব্দুস সামাদ, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. আবু সুফিয়ান সরকার রোজ ও মরহুমের ভাতিজা খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক মুশফিকুর রহমান মিল্টনসহ অন্যান্যরা।
শেষে স্থানীয় সরকারি কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষ-সহকর্মীবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।