খবরবাড়ি ডেস্কঃ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) গাইবান্ধা জেলা তথ্য অফিস আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম। তিনি তরুণদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার আহ্বান জানান।
গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ, আব্দুর রশিদ, পুলিশ সুপারের প্রতিনিধি শরিফুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজ শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা শাখার সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, ছাত্রদল গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তারেক, গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম আকাশ, ছাত্রদল গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি আরশাদ আইয়ুব জাহিদসহ অনেকে। সভায় স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় ছিলেন গাইবান্ধা জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর।
সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। তারা তারুণ্যের ভূমিকা, প্রযুক্তির ব্যবহার, সামাজিক দায়বদ্ধতা এবং উন্নয়ন ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।