খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ইম্প্যাক্ট তৃতীয় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের এবং বায়োগ্যাস প্রযুক্তি’ বিষয়ক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অফিসার কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রোববার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ম.শহীদ উল্লাহ ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা যুব উন্নয়ন উপপরিচালক মাহফুজার রহমান। এসময় উপজেলা যুব উন্নয়ন সহকারি বিদ্যুৎ কুমার বিশ্বাসসহ উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, দেশের শিক্ষিত বেকার যুবক ও যুব নারীদের আত্মনির্ভশীল হিসেবে গড়ে তুলতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে দেশব্যাপী তা বাস্তবায়ন করছে সরকার। এই ধারা অব্যাহত থাকলে দেশের মোট বেকারের সংখ্যা দিন দিন কমে আত্মনির্ভশীলতার সংখ্যা বাড়বে বলে তিনি আশা ব্যক্ত করেন।