খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক সভাপতি, টিইউসি’র সভাপতি, শ্রমিক আন্দোলনের কিংবদন্তী নেতা বীরমুক্তিযোদ্ধা কমরেড সহিদুল্লাহ চৌধুরী স্মরণে গাইবান্ধায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় সিপিবি গাইবান্ধা জেলা কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়। জেলা সিপিবি’র সভাপতি অ্যাড. শাহাদত হোসেন লাকু’র সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ। জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড আমিনুল ইসলাম গোলাপ, গাইবান্ধা জেলা সিপিবি’র সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা সিপিবি’র সহকারি সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ, পলাশবাড়ী উপজেলা সিপিবি’র সভাপতি আব্দুল্লাহ আদিল নান্নু, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুপ্রিয়া দেব, কৃষক সমিতি’র জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাঘাটা উপজেলা সিপিবি’র সভাপতি যজ্ঞেশ্বর বর্মন, ক্ষেতমজুর সমিতি’র জেলা সাধারণ সম্পাদক ময়নুল কবীর মন্ডল ও সুন্দরগঞ্জ উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল প্রমুখ।
বক্তারা বলেন, নিজে সরাসরি শ্রমিক হয়েও তিনি কমিউনিস্ট পার্টির সভাপতি হয়েছিলেন। গড়ে তুলেছিলেন বৃহত্তর শ্রমিক আন্দোলন। অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। তাঁর মৃত্যু কমিউনিস্ট পার্টি তথা দেশের প্রগতির আন্দোলনের একজন মহান সৈনিককে হারালো।
এরআগে কমরেড সহিদুল্লাহ চৌধুরী’র প্রতিকৃতিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও গণসংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ ও তার স্মরণে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য; গত ৩ জানুয়ারি কমরেড সহিদুল্লাহ চৌধুরী ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।