বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পলাশবাড়ী পৌর শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কাউন্সিল উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর শাখার সভাপতি প্রভাষক ছামছুল আলম সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী ও গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আবুল কাওসার মো. নজরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক ও পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ।
কাউন্সিলে পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করেন পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি খাইরুল ইসলাম চাঁন। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রভাষক শামছুল আলম সোহেল, সহ-সভাপতি সুলতান মাহমুদ, জয়নাল আবেদীন ও আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ডালেছুর রহমান ডালেছ, সহ-সাধারণ সম্পাদক এহেছানুল হক, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, কোষাধ্যাক্ষ ও দপ্তর সম্পাদক মাহামুদুল হাসান আপেল, প্রচার-সম্পাদক আনারুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সম্পাদক রাজু আহম্মেদ, আইন ও আদালত সম্পাদক গোলাম মোস্তফা, পাঠাগার ও প্রকাশনা শাহিন সুলতান, সাংস্কৃতিক সম্পাদক সজিব মিয়া, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক সাইফুল ইসলাম, সাহায্য ও পূর্ণবাসন সম্পাদক ডা. মো. সেলিম মিয়া।