গাইবান্ধা প্রতিনিধিঃ সদ্য যোগদান জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ও নাগরিক সমাজের সদস্যসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে একটি পরিচিত এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাশিদা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলী আকবর, উপজেলা আওয়ামী লীগ রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুরুজ্জামান রিংকু, সমাজকর্মী সাইফুল আলম সাকা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পঙ্কজ ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, মিডিয়া ব্যক্তিত্ব সরকার এম শহিদুজ্জামান প্রমুখ।

তাদের বক্তব্যে উপজেলার বিভিন্ন সম্ভাবনা এবং কৃষি বিশ্ববিদ্যালয়, বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ সমস্যার উপস্থাপন কৃষি কাজ উন্নয়ন, নদী ভাঙনের হাত থেকে ঐতিহ্যগত কামারজানি বন্দর রক্ষা এবং বিদেশে দক্ষ ও অদক্ষকর্মী প্রেরণে সরকারী উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের মেয়াদকালে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে গাইবান্ধা জেলাকে এগিয়ে নিতে জেলা প্রশাসক সকলের আন্তরিক সহযোগিতা চান।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ধৈর্যের সাথে বক্তব্য শোনেন এবং উপজেলাগুলিকে পছন্দসই উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্যার সমাধান করতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এসময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যানগণ এবং সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপজেলা ক্যাম্পাসে উপজেলার ইউনিয়ন গ্রাম পুলিশ নিয়মিত উপস্থিতি এবং যারা জাতির ভবিষ্যত ধ্বংস করতে জঙ্গিবাদ-প্রশিক্ষণ পরিচালনা করতে না পারেন সেই দিকে শতর্কতা ও গুরুত্বের সহিত গ্রাম পুলিশদের কাজ করতে হবে।