
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীর সফল মৎস্য চাষী, এসএম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থী,নম্র-ভদ্র,সাদা-মাটা স্বভাবের ব্যবসায়ি পরিচিত মুখ কামীম সরকার রিন্টু (৪২) আকস্মিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উপজেলার মহদীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মরহুম মকবুল হোসেন মাস্টারের পঞ্চম ছেলে ও মহদীপুর ইউপির ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই কামীম সরকার রিন্টু রোববার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে আকস্মিক হৃদযন্ত্রজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় চিকিৎসার জন্য দ্রুত তাঁকে রংপুর মেডিকেলে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার (২০ জানুয়ারি) বাদ যোহর নিজ বাড়ি চত্বরে বিপুলসংখ্যক মুসুল্লির অংশগ্রহণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোন, পরিবারের সদস্যবর্গ, পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক অকাল মৃত্যুর খবরে পলাশ বাড়ীর সর্বত্র গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।